মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিরসরাইয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক তত্ববধানে অনুষ্ঠানের আয়োজন করে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দীপ জ্বেলে যাই” এর সহযোগিতায় সমাবেশের পূর্বে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের মাঝে স্বরচিত কবিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি ও জাগরনের গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীপ জ্বেলে যাই এর পরিচালনায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক স্পট কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।এফ রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনেপ্লেক্সের এমডি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নেতা মাহবুবুর রহমান রুহেল।। প্রধান আলোচক ছিলেন মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. খায়রুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমানের শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এর থেকে যুব সমাজকে মুক্ত করতে হবে। মোবাইল ফোন ব্যবহার করে ভালো কিছু শেখার আগে খারাপ শিখছে বেশি। তারা বলেন যে কোনো দেশের উন্নয়নের জন্য পুরো দেশের মধ্যে সামাজিক সম্প্রীতি জরুরি। সামাজিক ভাবে জনসংখ্যায় কম এমন জনগোষ্ঠিকে দমন পীড়নের মাধ্যমে দেশ, সভ্যতা এগুতে পারে না।জাগরনের গান প্রতিযোগিতায় প্রথম হয় কলেজের শিক্ষার্থী সানজিদা, দ্বীতিয় ইউসরা শারফুদ্দীন ও তৃতীয় হয় তাহসিন। স্বরচিত কবিতায় প্রথম হয় শাহিনূর সুলতানা মুন্নি, দ্বীতিয় নিগার সুলতানা ঈশা ও তৃতীয় হয় শাহিনূর আক্তার প্রেমা। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তিতে প্রথম হয় ইউসরা শারফুদ্দীন, দ্বীতিয় হয় সুলতানা মরিয়ম পপি ও তৃতীয় হয় কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রা তাসনিম। জমজমাট স্পট কুইজ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, দীপ জ্বেলে যাই এর সাধারন সম্পাদক মহিবুল আলম আরিফ। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মো. আজমল হোসাইন।সর্বশেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে দেয়া হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ও বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক বই।