বাংলাদেশে শীতের প্রভাব বেড়েছে। নিম্নবিত্ত এবং অসহায় মানুষ শীতে দারুন কষ্ট পাচ্ছে। ঠিক এই সময় মানবিক সংগঠন “ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন” এই প্রচন্ড শীতে কিছুটা উষ্ণতা প্রলেপ দিতে শীতের সমস্যাগ্রস্হ
কিছু মানুষকে কম্বল বিতরণের পরিকল্পনা করেছে। তারই অংশ হিসাবে ১৪ জানুয়ারী শনিবার সকাল ১০ টারদিকে খুলনার দাকোপের চালনা আচাঁভুইয়া এসটি মাইকেল ক্যাথলিক চার্চ
ক্যাম্পাসে কম্বল বিতরণের প্রথম পর্ব উদ্বোধন করলেন সংগঠনের সভাপতি যোসেফ ডি’কস্তা এবং সাধারণ সম্পাদক মার্ক রায়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস সম্নানিত অতিথি ছিলেন সভাপতি যোশেফ ডি কস্তা,সম্নানিত ইউরেপিয়ান বাংলাদেশ খৃিষ্টান এসোসিয়েশনার সাধারন সম্পাদক মার্ক রায়,
,,ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনমিসেস প্রণতি ক্রূশ, ফ্রান্স প্রবাসী-সমাজকর্মী রিগান সরদার, সহ-সভাপতিদাকোপ উপজেলা ছাত্রলীগবিশেষ অতিথি:শেখ মেহেদি হাসান বুলবুল
প্যানেল মেয়র, চালনা পৌরসভা সভাপতিত্ব: করেন রবার্ট জীবন্ত নাথ
সভাপতি, সেন্ট মাইকেল ক্যাথলিক মিশন বড়দিন উদযাপন কমিটি।মোঃ ফয়সাল শরীফ। ,,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য নিস্কন ঘোষ, ওয়ার্ড কমিশনার সহ অন্যঅন্যরা।
১১.৩০ দিকে পোদ্দার গঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান
বিনয়কৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,
সংগঠনের সভাপতি যোসেফ ডি’কস্তা এবং সাধারণ সম্পাদক মার্ক রায়।
এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মিসেস প্রণতী ক্রুশ,,খুলনা জেলা আওয়ামীলীর সদস্য নিস্কন ঘোষ, চালনা পোরসভার প্যনেল মেয়র মেহেদী হাসান বুলবুল,গৌতম সরকার সহ অন্যঅন্যরা।
সম্পাদক মার্ক রায় বলেন মানবতার দায়বদ্ধতা থেকেই আমাদের মানুষের পাশে দাঁড়নো। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান প্রবাসে বসে যারা বাংলাদেশের মানুষের কথা ভাবছে তাদেরকে।এভাবে যেনো মনবতার কল্যানে কাজ করতে পারি সকলের কাছে প্রার্থনা কমনা করছি।