পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের শয়লারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাচীরগেট উদ্বোধন করার পর ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাকিম সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজু আহম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা, প্রকৌশলী নজরুল ইসলাম খান, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম ইমরান খান পান্না সহ প্রমুখ।