চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি পারভীন আক্তার ফারহানার সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আফাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো মোফাচ্ছেল হোসেন খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগর সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো মোফাচ্ছেল হোসেন খান সহ প্রমুখ।
আলোচনা শেষে শুরু হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন-দেশের খ্যাতিমান শিল্পীগোষ্ঠী সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।