পানির অপর নাম ‘জীবন’, অথচ সেই পানিই যখন কাল হয়ে দাঁড়িয়েছে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের মানুষ এর জন্য। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিবন্দি জীবনে সংকটাপন্ন প্রহর গুনেছে তারা। ভয়াবহ বন্যার শিকার হয়ে লোকজন আশ্রয় কেন্দ্রে গিয়েও জায়গা পেতে হিমসিম খেতে হয়েছে।
অতীত ইতিহাসে বন্যার এমন ভয়াবহ রূপ এর আগে কখনো দেখেনি সিলেটবাসী। হঠাৎ বন্যার পানি বৃদ্ধিতে অবাক হয়েছেন বিশ্ববাসী।
বন্যাপ্লাবিত অঞ্চলগুলোর মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী অন্যতম। এ জনপদের লক্ষাধিক মানুষ পানিবন্দি। আবার যখন পানি কমতে শুরু করেছে তখন আবার নিত্য প্রয়োজনীয় খাদ্যা সংকট দেখা দিয়েছে।
এমন নাজুক পরিস্থিতিতে দেরিতে হলে ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ এর জনপ্রিয় সামাজিক সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশন। এই সংগঠনটি আত্মপ্রকাশ করে ইলিশ এর বাড়ী চাঁদপুর জেলা থেকে।
মানব উন্নয়ন ফাউন্ডেশন সিলেট ও সুনামগঞ্জ জেলার মধ্যবর্তী স্থানের সীমান্তবর্তী অঞ্চলের জালালাবাদ উপজেলা বাইশটিলা গ্রামে মানুষ এর বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে।
মানব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রজেক্ট (ভিশন-১০০) পক্ষ থেকে মানব উন্নয়ন ফাউন্ডেশন এর বিশেষ দূত রেশমা জান্নাতুল রুমা ও তার টিম মোঃ ফাহিম আহম্মেদ , মোঃ তানবীর আহম্মেদ, মোঃ মঞ্জিল মিয়া সহ অন্যান্যরা নৌকা পথ পাড়ি দিয়ে বাইশটিলা গ্রামে মানুষ এর বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল, মুশুর ডাল, সয়াবিন তৈল,আলু, পেঁয়াজ, চিকন লবণ,সাবান। সেই সাথে অসহায় প্রতিবন্ধী পরিবারদেরকে দিয়েছে নগদ অর্থ।
মানব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জানান, মানব উন্নয়ন ফাউন্ডেশন এর শুরু থেকে অদ্যবধি সমাজের প্রাকৃতিক মহামারী করোনা, বণ্যা, রেমিটেন্স যোদ্ধা, হতদরিদ্র,অসহায়,সুবিধা বঞ্চিত সাধারণ মানুষদের কে খাদ্য ,বস্ত্র,চিকিৎসা সেবা সহ সার্বিক সহযোগীতা করেছে। সংগঠন এর সদস্য ও শুভাকাঙ্খিদের থেকে প্রাপ্ত অনুদান দিয়ে সংগঠন পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সিলেট ও সুনামগঞ্জ বণ্যার্তদের মানব উন্নয়ন ফাউন্ডেশন সংগঠন এর সদস্যদের থেকে ও সাধারণ মানুষ এর দেওয়া অনুদান দিয়ে বিতরণ করেছেন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অসহায় প্রতিবন্ধী পরিবারদের দিয়েছে নগদ অর্থ। মিডিয়া পার্টনার হিসাবে আছেন জনপ্রিয় অনলাইন মিডিয়া দৈনিক বাংলার অধিকার
মানব উন্নয়ন ফাউন্ডেশন এর বিশেষ দূত রেশমা জান্নাতুল রুমা জানান ,ভালো মানুষ এর একটি নেশা হলো মানব সেবা করা। আমি ও তাই মানুষ এর পাশে থেকে সেবা করাটা পছন্দ করি। সামাজিক সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই সিলেট ও সুনামগঞ্জ জেলার জালালাবাদ উপজেলা বাইশটিলা গ্রামে মানুষ এর পাশে থাকার জন্য।