দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের চরকাই গ্রামে অবস্থিত বায়তুল মামুর হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং টি আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশিদ বলেন,আমি নিজ উদ্যোগে ২০১২ এই হাফিজিয়া এতিমখানাটি প্রতিষ্ঠিত করেছি। প্রথমে ২৪ জন ছাত্র ও দুইজন শিক্ষক নিয়ে প্রতিষ্ঠানটি শুরু করছিলাম। এরপর থেকে আমার বিভিন্ন সময়ের কিছু বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও কাছের লোকদের সহযোগিতায় আজ এই পর্যন্ত প্রতিষ্ঠানটি দার করেছি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়া পর ২০১৪ সালে উপজেলা সমাজসেবা কার্যালয় বিরামপুর দিনাজপুরে বরাবরে নিবন্ধনের জন্য আবেদন করি। এরপর আমি প্রতিনিয়তই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অফিসার ও অফিসে যোগযোগ করি। সে প্রতিষ্ঠানটি আজ সকলের দোয়া ও সহযোগিতায় এতিম বাচ্চাদের দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রেশন নং দিনাজ/২৫৫৮/২০২২ খ্রি: নিবন্ধিত হয়েছে। সে জন্য তিনি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি), উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী,উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারসহ সকলের প্রতি চীর কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি।