লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে জয়গুন বানু (৫০) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ৭নং বামনী ইউনিয়নের মধ্য সাগরী গ্রামে নুর মিঝি বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়,আহত জয়গুন বানু মধ্য সাগরদী গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
আহতের পারিবারিক এবং মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জয়গুন বানুর সঙ্গে জমি নিয়ে একই বাড়ীর আব্দুল মতিন ছেলে সুজন (২৫) শাহাদাত (১৮) শরীফ (২০) রহমান (২৭) এবং জাহাঙ্গীর আলম (৩০) সঙ্গে বিরোধ চলে আসছিল।
সোমবার দুপুরে আসামীগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দা,চেনী,করাত,কুড়াল,লোহার রড দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ২টি আম গাছ, ১৫টি কলা গাছ,১০টি পেঁপে গাছ সহ বিভিন্ন ফলফলাদি গাছপালা কাটিয়া নষ্ট করে পেলে। পরবর্তীতে তাদেরকে বাধা দিতে গেলে নুরুল ইসলাম এবং তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে মারাতœক ফুলা ও বেদনা দায়ক জখন করে।
একপর্যায়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে জয়গুন বানুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এবং আহত জয়গুন বানুর গলায় থাকা ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যাক্তি জানান সুজন ছেলেটা উশৃংখল চলা ফেরা করে। এবং তার বিরুদ্ধে এখনো একাধিক মামলা আছে।
এ বিষয়ে কথা হলে অভিযুক্ত সুজন বলেন, তাদের সাথে আমাদের কবরস্থানের জায়গা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। এই ছাড়া আমাদের বিরুদ্ধে যেই সব অভিযোগ করা হয়েছে এই সব মিথ্যা।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।