শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুল ইসলাম এর নেতৃত্বে সরকারি খাল দখল মুক্ত করার অভিযান শুরু-দৈনিক বাংলার অধিকার

এস ডি স্বপন বিশেষ প্রতিনিধি / ৩৮৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২, ১:৩৯ পূর্বাহ্ণ

গত ৬ ই জুন হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই গ্রামের ব্রীজের পাশের খাল দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে।
পরবর্তীতে হাজীগঞ্জ উপজেলার সরকারি সকল খাল দখল মুক্ত করার ঘোষণা দিয়ে ৭ই জুন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুল ইসলাম এর ব্যক্তিগত ফেইজবুক আইডি থেকে ঘোষণা দেন।

সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুল ইসলাম এর খাল দখল মুক্ত করার ঘোষণাটি হুবহু তুলে ধরা হলো হলোঃ

গতকালের খাল দখল মুক্ত করার অভিযানের প্রেক্ষিতে আজ সারাদিন উপজেলার বিভিন্ন জায়গায় দখল সংক্রান্ত অনেক সংবাদ নজরে এসেছে। বিচ্ছিন্নভাবে অনেকেই মেসেঞ্জারে, হোয়াটসএপে এরকম আরো দখলের কথা জানিয়েছেন। তবে বিভিন্ন ধরনের দখল এবং তা রোধে আমাদের অবস্থানের কিছুটা পার্থক্য আছে, তা বুঝিয়ে বলার চেষ্টা করছি।

পৌরসভা কিংবা বাজার এলাকায় সরকারি রাস্তা, খাসজমি কিংবা খাল ভরাট করে অনেক স্থাপনা নির্মিত হয়েছে৷ দখল করেছে প্রভাবশালী চক্র, ভূমি দস্যু৷ যেহেতু বড় ধরনের স্থাপনা, সেক্ষেত্রে এই জাতীয় উচ্ছেদের জন্য আমরা অফিসিয়ালি লিখে বড় আকারের অভিযানে যেতে হবে৷ আমি এসবের তালিকা প্রস্তুতের কাজ হাতে নিয়েছি৷

ইউনিয়ন এলাকায় সরকারি খাল, হালট মৃতপ্রায় হয়ে পানির গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছে৷ আশেপাশের জায়গার মালিকেরা দখল করেছে যে যার মতো৷ এসকল ক্ষেত্রে সরকারের খাল পুনর্খনন সংক্রান্ত প্রকল্প আছে। আমরা এই ব্যাপারে সঠিক তথ্য পেলে সেই মৃতপ্রায় খালকে পুনর্খনন করার জন্য আগাতে পারি৷ এইভাবে ছোট আকারের দখল উচ্ছেদ করে খালগুলোকে পুর্নজীবন দেয়া যায়। একটু সময়সাপেক্ষ হলেও এইভাবে ভালো ফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস৷

খালের প্রবাহমুখে কিংবা পানির গতিপথে নির্দিষ্ট দোকানপাট বা বাড়ি নির্মান করার কারনে পানি প্রবাহ আটকে যাচ্ছে। জলাবদ্ধতা তৈরি হয়ে পেছনে অনেক কৃষিজমি পতিত অবস্থায় পড়ে আছে৷ এ সকল ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে যত দ্রুত সম্ভব ঐ প্রতিবন্ধকতা বা অবৈধ দখল উচ্ছেদ করে পানিপ্রবাহ নিশ্চিত করা। সর্বোচ্চ দ্রুততার সাথে এটা নিশ্চিত করা হবে৷ নতুন করে কোন খাসজমি দখল এর ক্ষেত্রেও আমাদের অবস্থান একইরকম, তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ দখল অপসারণ৷

একটি ভালো উদ্যোগ তখনই সফলতা লাভ করে যখন সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হই। এই যুদ্ধে আমরা জয়ী হবোই ইনশাআল্লাহ।আপনারা বিচ্ছিন্নভাবে মেসেজ না দিয়ে এই পোস্টের কমেন্টে কোথায় কোন প্রকারের দখল আছে (ছবিসহ) তা সুস্পষ্টভাবে জানান।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!