গত ৬ ই জুন হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই গ্রামের ব্রীজের পাশের খাল দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে।
পরবর্তীতে হাজীগঞ্জ উপজেলার সরকারি সকল খাল দখল মুক্ত করার ঘোষণা দিয়ে ৭ই জুন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুল ইসলাম এর ব্যক্তিগত ফেইজবুক আইডি থেকে ঘোষণা দেন।
সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুল ইসলাম এর খাল দখল মুক্ত করার ঘোষণাটি হুবহু তুলে ধরা হলো হলোঃ
গতকালের খাল দখল মুক্ত করার অভিযানের প্রেক্ষিতে আজ সারাদিন উপজেলার বিভিন্ন জায়গায় দখল সংক্রান্ত অনেক সংবাদ নজরে এসেছে। বিচ্ছিন্নভাবে অনেকেই মেসেঞ্জারে, হোয়াটসএপে এরকম আরো দখলের কথা জানিয়েছেন। তবে বিভিন্ন ধরনের দখল এবং তা রোধে আমাদের অবস্থানের কিছুটা পার্থক্য আছে, তা বুঝিয়ে বলার চেষ্টা করছি।
পৌরসভা কিংবা বাজার এলাকায় সরকারি রাস্তা, খাসজমি কিংবা খাল ভরাট করে অনেক স্থাপনা নির্মিত হয়েছে৷ দখল করেছে প্রভাবশালী চক্র, ভূমি দস্যু৷ যেহেতু বড় ধরনের স্থাপনা, সেক্ষেত্রে এই জাতীয় উচ্ছেদের জন্য আমরা অফিসিয়ালি লিখে বড় আকারের অভিযানে যেতে হবে৷ আমি এসবের তালিকা প্রস্তুতের কাজ হাতে নিয়েছি৷
ইউনিয়ন এলাকায় সরকারি খাল, হালট মৃতপ্রায় হয়ে পানির গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছে৷ আশেপাশের জায়গার মালিকেরা দখল করেছে যে যার মতো৷ এসকল ক্ষেত্রে সরকারের খাল পুনর্খনন সংক্রান্ত প্রকল্প আছে। আমরা এই ব্যাপারে সঠিক তথ্য পেলে সেই মৃতপ্রায় খালকে পুনর্খনন করার জন্য আগাতে পারি৷ এইভাবে ছোট আকারের দখল উচ্ছেদ করে খালগুলোকে পুর্নজীবন দেয়া যায়। একটু সময়সাপেক্ষ হলেও এইভাবে ভালো ফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস৷
খালের প্রবাহমুখে কিংবা পানির গতিপথে নির্দিষ্ট দোকানপাট বা বাড়ি নির্মান করার কারনে পানি প্রবাহ আটকে যাচ্ছে। জলাবদ্ধতা তৈরি হয়ে পেছনে অনেক কৃষিজমি পতিত অবস্থায় পড়ে আছে৷ এ সকল ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে যত দ্রুত সম্ভব ঐ প্রতিবন্ধকতা বা অবৈধ দখল উচ্ছেদ করে পানিপ্রবাহ নিশ্চিত করা। সর্বোচ্চ দ্রুততার সাথে এটা নিশ্চিত করা হবে৷ নতুন করে কোন খাসজমি দখল এর ক্ষেত্রেও আমাদের অবস্থান একইরকম, তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ দখল অপসারণ৷
একটি ভালো উদ্যোগ তখনই সফলতা লাভ করে যখন সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হই। এই যুদ্ধে আমরা জয়ী হবোই ইনশাআল্লাহ।আপনারা বিচ্ছিন্নভাবে মেসেজ না দিয়ে এই পোস্টের কমেন্টে কোথায় কোন প্রকারের দখল আছে (ছবিসহ) তা সুস্পষ্টভাবে জানান।