মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে ভয়াবহ আগুনে ৫ টি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ওই ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের কমপক্ষে ৪০ লক্ষাধিক টাকার মালামল পুড়ে ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১২ টায়।
প্রতিষ্ঠানের মালিক সগির আহম্মদ জানান, আমি মুদি দোকানের সকল পন্য বিক্রয় করি। সোমবার দিবাগত রাত ১২টার দিকে দোকান বন্ধ করি। প্রতিদিন যাওয়ার আগে লাইট, ফ্যান সুইচ বন্ধ করে রেখে যায়। কিন্তু গত কাল কি ভাবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয় বুঝতে পারি নাই। রাতে সংবাদ পায় আগুন জ্বলসে দোকান এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের দোকানের মধ্যে থাকা সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে দোকান মালিক ও ফায়ার সার্ভিস তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমাণ বলতে না পারলেও দোকান মালিক সগির আহম্মদ, ফিরোজ,বশর, আনোয়ার, সোহেল, জানায়, আগুনে আমাদের প্রায় ৪০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।