বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক,চাঁদপুর মহোদয়ের সার্বিক নির্দেশনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বাস ভাড়ার নির্ধারিত মূল্যের চেয়ে যেন অতিরিক্ত হারে ভাড়া না রাখা হয় সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক চাঁদপুর সদরের বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয় এবং ভাড়ার তালিকা প্রদর্শন সহ বাস মালিক পক্ষকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান সদরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মুন মেডিসিন কর্নারকে ১০,০০০/- জরিমানা, নতুন মূল্য তালিকা না থাকায় এবং সেবার মূল্যে অসামঞ্জস্যতা পাওয়ায় মুন হাসপাতালকে ৫০০০/- জরিমানা এবং লিটন ডিপার্টমেন্টাল স্টোরে মূল্য তালিকা না থাকায় ও এম আর পি বিহীন পণ্য রাখায় ১০,০০০/- জরিমানা আরোপ সহ সর্বমোট ২৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তার অধিকার আদায়ে এরূপ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলার দায়িত্বে সহযোগিতা করে সদর মডেল থানার একটি চৌকশ টিম