রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি-দৈনিক বাংলার অধিকার

ডেক্স রিপোর্ট, বাংলার অধিকার / ১২৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ২:৪২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বের প্রধান অর্থনৈতিক জোটের শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেওয়ার ফাঁকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই নিকট প্রতিবেশী দেশের সেটাই শেষ বৈঠক। স্বাগতিক ভারত জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০–এর অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে এ বছর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের অনেকগুলো বৈঠক হবে। এরই অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে। ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোত্রা পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ফেব্রুয়ারির মাঝামাঝি দুই দিনের সফরে ঢাকায় আসবেন।

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এই প্রতিবেদককে বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। এ বৈঠকে যোগ দিতে বিনয় কোত্রার ঢাকায় আসার কথা রয়েছে।

কর্মকর্তারা জানান, দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আগে চলতি সপ্তাহে একটি প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয়ের বৈঠকের কথা রয়েছে। মূলত, গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন–পর্যালোচনা হবে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বরে শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি এবং জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিনয় কোত্রার এটি হবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। ফলে, দুই দিনের এ সফরের সময় দুই পররাষ্ট্রসচিবের বৈঠকটি দীর্ঘ হতে পারে, যেখানে দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি জি-২০ শীর্ষ সম্মেলন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের আলোচনার সময় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের বাণিজ্যিক উদ্বোধনের কথা রয়েছে। আসামের নুমালিগড়ের তেল শোধনাগার থেকে পাইপলাইনে বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল সরবরাহ করা হবে। টঙ্গী-আখাউড়া রেললাইনের ডুয়েল গেজে সংস্কার, রেলের রোলিং স্টকের সরবরাহ এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে রেলের উন্নত সেবা নিশ্চিত করতে অগ্রগতি কতটা হলো, তা পর্যালোচনা করা হবে।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোত্রা ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকসহ নানা স্তরের ১৫ থেকে ২০টি বৈঠক আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিস্তার পানিবণ্টন চুক্তি সই নিয়ে অনিশ্চয়তার কারণে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে ভারতের অনীহা রয়েছে। তারপরও বাংলাদেশের প্রত্যাশা, দীর্ঘ এক যুগ পর মন্ত্রী পর্যায়ের বৈঠকটি হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে স্বরাষ্ট্র, নৌপরিবহন, বাণিজ্য, পরিবেশ, সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলনসহ বিভিন্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!