শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাগলনাইয়ায় জসনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ / ২৩৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় ফেনীর ছাগলনাইয়ায় যথাযোগ্য ধর্মী ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জসনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ অক্টোবর ) সকালে ছাগলনাইয়ার কলেজ রোড কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙন থেকে একটি জসনে জুলুস র‌্যালী বের হয়ে ছাগলনাইয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। ছাগলনাইয়া উপজেলা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত এ জসনে জুলুসের আয়োজন করে।

ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ নবীপ্রেমি মুসলমান নানা রঙ বেরঙের ব্যানার ফ্যাস্টুন নিয়ে জসনে জুলুস মিছিলে যোগদান করেন। এসময় ইয়া রাসলাল্লাহ (সা.) স্লোগানে মুখরিত হয়ে উঠে ছাগলনাইয়ার জনপদ।

আহলে সুন্নাত ওয়াল জামাত ফেনী জেলা শাখার অধ্যক্ষ মাওলানা নুরুন নবী রহমানীর সভাপতিত্বে ও দৈনিক ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহ উল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আবু আহমদ,
আহলে সুন্নাত ওয়াল জামাত ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর ফরায়েজী,রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দার, বাংলাদেশ যুব হিজবুল্লাহ ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম ভূঁইয়া, ছাগলনাইয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, নিজপানুয়া দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ী দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নুর হোসেন, ছাত্র নেতা আলা উদ্দিন মিয়াজী,মোঃ শাহিদুল ইসলাম প্রমূখ।

জসনে জুলুস মিছিল ও আলোচনা সভা শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন নিজপানুয়া দরবার শরীফের গদীনশীন পীর সাহেব মাওলানা সৈয়দ আহমদ নদবী।

বক্তারা আরো বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও দ্বদ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষাকে অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!