মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীতে লাইসেন্স না থাকায় তিনটি হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। সেগুলো হলো- মাইজদীর অ্যারাবিয়ান হাসপাতাল, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও বেগমগঞ্জের মা ও শিশু হাসপাতাল।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোঃ মাসুম ইফতেখার।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন যেসব হাসপাতাল রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। আজ তিনটি বন্ধ করা হলো। এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগেও অভিযান চালিয়ে আরও ২৮টি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন। এখনো জেলায় লাইসেন্সবিহীন বেশকিছু হাসপাতাল রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে।