নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে ঋণে জর্জরিত মীর হোসেন (৪৮) নামে এক মুদি দোকানী অবশেষে ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সিম্বা গ্রামের আব্দুল করিমের ছেলে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাণীনগর রেলওয়ে ষ্টেশনের দক্ষিণপাশে তার মরদেহ পাওয়া যায়।
রাণীনগর রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার আতাউল হক খাঁন জানান, দুপুর সাড়ে ১২টায় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত ষ্টেশন অতিক্রম করছিল। প্লাটফর্ম অতিক্রম করলে স্থানীয়রা দেখতে পান মীর হোসেন ট্রেনের নিচে কাটা পরেছেন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই ওবাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মত মীর হোসেন সোমবার সকালে সিম্বা স্ট্যান্ডে দোকান খুলে বসেন। দুপুরে দোকান বন্ধ করে চলে যান। পরে জানতে পারেন তিনি ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেছেন। তিনি ঋণে জর্জরিত ছিলেন। জায়গা জমি বিক্রি করে একেবারে নি:স্ব হয়ে পড়েছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার সিম্বা গ্রামের শুকুর আলী জানান, ঋণ পরিশোধের জন্য মাঠের জমি থেকে শুরু করে বাড়ি পর্যন্ত বিক্রি করে হতাশাগ্রস্ত ছিলেন মীর হোসেন। এ হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
শান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)্ সাকিউল আজম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মীর হোসেন ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা এন্ট্রি করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৬/৯/২২
নওগাঁ।