ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইলে দীর্ঘদিন ধরে ভাঙা একটি কালভার্ট এখন প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে বাড়ছে জনদূর্ভোগ। উপজেলার নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া গ্রামে এই কালভার্টির অবস্থান।
স্থানীয়রা জানান, এই কালভার্টি প্রায় ২৫ -৩০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল।দীর্ঘদিন হওয়ায় কালভার্টটি এখন অনেকটাই দূর্বল হয়ে পড়েছে সেই সাথে এলাকায় ইজিবাইক সহ বিভিন্ন যানবাহন বৃদ্ধি পাওয়ায় বছরখানেক ধরে এটি অল্প অল্প করে ভাঙতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা আল মামুন বলেন, দাতারাটিয়া বাজার থেকে পুটলাকান্দা বলদা বিলের পাড় পর্যন্ত দশ হাজার মানুষের বসবাস। উপজেলার সদরের সাথে সংযোগ সড়কে যেতে এটিই একমাত্র গ্রামীণ সড়ক।এই সড়কের গুরুত্বপূর্ণ কালভার্ট টি দীর্ঘদিন ধরে ভাঙার ফলে এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এমদাদুল হক নামে একজন জানান, এই এলাকাটি কৃষি প্রধান এলাকা হওয়ায় এই ভাঙ্গা কালভার্টের কারণে কৃষকদের উৎপাদিত পণ্যে বাজারজাত করণে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জটিল কোন রোগী উপজেলা জেলা সদরে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও এই কালভার্টটির পাশেই দাতারাটিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় ছোট ছোট শিক্ষার্থীরা চলাচল করে। যেকোনো সময় অনাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।