মো.হারুনুর রশিদ,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি//
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৫দিন পর আব্দুর জব্বারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।
রবিবার উপজেলা জয়নগর গ্রামের দক্ষিণ বিল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিম মৃত.আব্দুর জব্বার জয়নগর নিবাসী মৃত.জোহর আলীর সন্তান।
নিহতের প্রতিবেশী ও আত্নীয় স্বজন এবং এলাকাবাসী জানান,গত বুধবার সাচার একটি মাহফিলে যান।মাহফিল শেষে বাড়ী ফিরে আসে নাই আব্দুর জব্বার। বাড়ীতে না আসার কারণে তার পরিবারের লোকজন আত্মীয় স্বজন সহ অনেক জায়গায় খোঁজাখোজি করে না পেয়ে,পরে তার ছবি দিয়ে বিভিন্ন মোবাইলে ও ফেইসবুকের মাধ্যমে নিখোঁজ সংবাদ পোস্ট করা হয়।কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি।
রবিবার সকালে তার পাশ্ববর্তী বসবাসরত আবুল হাসেম নামে এক ব্যক্তি ওই বিলে ঘাস কাটতে গেলে, ঐখানে গিয়ে দেখে একটি লাশ পড়ে আছে।পরে তিনি স্হানীয় এলাকাবাসী সহ কচুয়া থানার পুলিশ কে সংবাদটি দেন। এ সংবাদ পেয়ে স্হানীয় ইউপি সদস্য রুহুল আমিন সহ এলাকার লোকজন নিয়ে যান।তিনি বলেন আব্দুল জব্বার তারা ৪ভাই। তিনি বিগত দিনে দুই বিয়ে করেন,বিভিন্ন কারন বসত, তার দুই স্ত্রী চলে যান।তার দুই স্ত্রী চলে যাওয়ার পর তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।তবে তিনি কি ভাবে মারা গেছেন,তা আমরা কোন তথ্য পাইনি।
এদিকে সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান।ওসি মো.মহিউদ্দিনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো.আবুল কালাম চৌধুরী,ওসি তদন্ত ছনোয়ার হোসেন ও সাচার পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে আব্দুল জব্বারের মরদেহ উদ্ধার করে,লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করেন।পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্হা নেওয়া হবে।