শনিবার দুপুরে প্রায় ২ টার দিকে মুদাফরগঞ্জ (দঃ)ইউনিয়ন জনার্দ্দনপুর গ্রামে সড়কের পাশে নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন
মাওলানা সাহেবের বাজারের বিশিষ্ট কনফেকশনারি ব্যবসায়ী মোঃ মিলন হোসেন।
সে উপজেলার ফুলহরা রুহুল আমিন কোম্পানি বাড়ির আবদুল হাকিমের ছেলে।বর্তমানে মিলন হোসেন (মুদাফরগঞ্জ-চিতোসী) সড়কের পাশে জনার্দ্দনপুর গ্রামে নতুন বাড়িতে বসবাস করেন। স্থানীয় নাসির উদ্দীন সবুজ যুগান্তরকে বলেন, শনিবার দুপুরে হঠাৎ করে মিলন ভাইয়ের রান্না ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাড়ীর স্বজনেরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করে।
এতে কোন লাভ হয়নি রান্নাঘর থেকে আগুন ধরে গিয়ে বসতঘরে আগুন ধরে যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বসতঘর আগুনে তাঁর নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে রান্নাঘরের মাটির চুলার লাকড়ি থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তাদের
ধারনা। আগুনে পুড়ে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম।