আসুন সবাই মিলে নিয়ত করি, সুদ মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে – শোষণ বৈষম্যহীন সমাজ গড়া, ও পথ শিশু, শ্রমজীবি শিশু, কিশোর-কিশোরীদের সুরক্ষা, কারিগরি দক্ষতা বৃদ্ধি, পথ ভ্রষ্ট হাত হতে রক্ষা, মাদকের ভয়াল থাবা রোধ, আত্মনির্ভরশীল করা এবং তাদের সাংগঠনিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে
উন্নয়ন প্রকল্পের দ্বি-পাক্ষিক চুক্তি অনুষ্ঠান।
১৯ এপ্রিল, ২০২২ মঙ্গলবার দুপুর ১২টায়
দিনাজপুর শহরের বালুবাড়িস্হ সোশ্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.সি.ডি.এফ) এর কার্যালয়ে সমঝোতা সাক্ষর অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্পের দ্বি- পাক্ষিক চুক্তি সাক্ষর করেন এস.সি.ডি.এফ এর নির্বাহী পরিচালক সেলিনা হক ও পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিওন চৌধুরী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসের অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিক, হুমায়ুন, ফারুক, মিলন, মনা, টিভি ক্যামেরা পার্সনসহ অনেকে ।