কানাডার অন্টারিওতে কোভিডের ভ্যাকসিন আগামী মঙ্গলবার থেকে দেয়া শুরু হবে।
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানিয়েছেন, লং টার্ম কেয়ার বা হোম এবং ঝুঁকিপূর্ণ স্থানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা প্রথম ভ্যাকসিন পাবেন। প্রিমিয়ার ডাগ ফোর্ড বৃহস্পতিবার বলেছেন, প্রভিন্স খুবই স্বল্প পরিমাণে ভ্যাকসিন পেতে যাচ্ছে। ফলে সীমিত আকারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে হচ্
ৌ তবে কী পরিমাণ ভ্যাকসিন অন্টারিও পাচ্ছে তা তিনি উল্লেখ করেননি। টরন্টো এবং অটোয়ার হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেয়া হবে বলে প্রিমিয়ার ডাগ ফোর্ড ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, টরন্টোয় ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক এবং অটোয়ার হাসপাতাল অন্টারিও প্রভিন্সে প্রথম ভ্যাকসিন পাবে এবং তারা এ ভ্যাকসিন প্রয়োগ করবে।