সোমবার, ২০ মে ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

হবিগঞ্জের নবীগঞ্জে হামলা ও লুটপাঠের ঘটনায় দাঙ্গাবাজ কনর মিয়া ও কবির মিয়ার ২ বছরের সশ্রম কারাদণ্ড

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ / ১০০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩২ পূর্বাহ্ণ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ৯নং বাউশা ইউনিয়নের দাসেরকোণা গ্রামে একদল প্রভাবশালী লাটিয়াল বাহিনী কর্তৃক দিন দুপুরে প্রাণনাশক অস্ত্র শস্ত্র দিয়ে একটি অসহায় পরিবারের লোকজনের ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুই দাঙ্গাবাজের ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন, হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত ট্রাইবুনাল বিচার আমল আদালত৷ সাজাপ্রাপ্তরা হলেন, নবীগঞ্জ উপজেলার ৯নং বাউশা ইউনিয়নের দাসের কোনা গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র কনর মিয়া (৪০) ও তার ভাই কবির মিয়া (৪৫)৷

সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ওই গ্রামের অসহায় মৃত ছরকুম উল্লার পুত্র বৃদ্ধ কমরু মিয়ার সাথে বিগত ২০২১ সালেও ১৫ জুন সকাল অনুমান ৭ ঘটিকার সময় একই গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র কনর মিয়া ও কবির মিয়া সহ একদল অস্ত্রধারী লাটিয়াল বাহিনী কর্তৃক তাদের ঘরবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের মাধ্যমে তছনছ করে দেয়।
এ ঘটনায় দ্রুত সি,আর ২০/২০২১ মামলার বাদী কমরু মিয়া। এর পরদিন ১৬ জুন হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালতে উল্লেখিত সাজাপ্রাপ্ত দুই আসামী সহ ১৭ জনের নাম উল্লেখ করে দ্রুত আইনে একটি মামলা দায়ের করেন৷
উক্ত মামলাটি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করলে দীর্ঘ শুনানি শেষে গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালতের বিচারক মোঃ জাকির হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। উক্ত রায়ে কনর মিয়া ও কবির মিয়াকে অভিযুক্ত সাব্যস্তক্রমে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের জেল রায় প্রদান করা হয়েছে। এতে বাকি সব আসামীদের বেকসুর খালাস প্রদান করা হয়৷ রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্ত দুই আসামী অনুপস্থিত ছিলেন৷
এ ব্যাপারে বাদী পক্ষে আইনজীবী ছিলেন, এডভোকেট ইন্দু ভূষণ দাশ ও এডভোকেট কাজী মাজুমুর রহমান।

এ ব্যাপারে বৃদ্ধ কমরু মিয়া বলেন, আসামীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস নেই! তিনি
অভিযোগ করে আরো বলেন, কনর মিয়া ও কবির মিয়ার লাটিয়াল বাহিনীর তান্ডবে আমরা অসহায় পরিবারের লোকজন নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি৷ আসামীদের বিরুদ্ধে আরো একাধিক মামলা মোকদ্দমা রয়েছে বলেও তিনি জানান। আদালতের এ রায়ে তিনি সন্তুষ্ট।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!