সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

হবিগঞ্জ শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে ড্রেস পরে স্কুলে আসার কথা বলায়, শিক্ষিকা মৌসুমী রায়কে শোকজ-দৈনিক বাংলার অধিকার

সিলেট জেলা প্রতিনিধি / ২১৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ

হবিগঞ্জ শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে ড্রেস পরে স্কুলে না এসে বোরকা পড়ে আসায় শাস্তি হল ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে।

একজন শিক্ষিকা বিদ্যালয়ের নিয়ম কানুনের মধ্যে বিদ্যালয় পরিচালনা করবে এটাই স্বাভাবিক।
একটি বাচ্চা মেয়ের অভিযোগে শোকজ করা হয়েছে একজন হিন্দু শিক্ষিকাকে।

শিক্ষিকা মৌসুমী রায়কে শোকজ করা হয়েছে। এবং আগামী ৭ দিনের মধ্যে ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
শিক্ষিকা মৌসুমী রায় ওই স্কুলের একজন খন্ডকালীন শিক্ষক বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটলেও পরদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় শনিবার বিষয়টি নিয়ে আলোচনায় বসেন ওই স্কুলের শিক্ষকবৃন্দ।

পরে তারা কারণ দর্শানোর বিষয়ে নোটিশ প্রদান করেন। সাদিয়া আক্তার শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা।

এলাকা সূএে জানা যায়- হিন্দু সম্প্রদায়ের শিক্ষিকা হওয়ার কারনে ছোট একটি বিষয় এতো দূর গড়িয়ে গেছে।,মেয়েটির একটি ভিডিও ফুটেজ তুলে একদল তাদের উদ্দেশ্য হাসিল করার কারনেই আজ দেশে এসব ঘটনা ঘটছে প্রতিদিন।
একজন শিক্ষক কে অপমান করা মানে ঐ শিক্ষাথীর লেখা পড়ার একটি অভিশাপ। আমরা যারা আমাদের ছেলে মেয়েকে ইস্কুলে দিয়েছি শিক্ষকরা শাসন করেছে।
আজ যদি মুসলিম শিক্ষিকা বলতো তাহলে বিষয় টি এতো দুর্দান্ত গতি হতো না বিষয় টি খুবই লজ্জাজনক।
সরকারের নজর দেয়া উচিৎ বলে মনেকরি।

বৃহস্পতিবার সাদিয়া আক্তার নামে ওই ছাত্রী স্কুলের ড্রেস না পরে স্কুলে যান। এসময় বিষয়টি নজরে আসে শিক্ষিকা মৌসুমী রায়ের। পরে তিনি ওই ছাত্রীকে ড্রেস পরে আসার কথা বলা হয়েছে, এবং সামান্য শাস্তি প্রদান করেন বলে ইস্কুলে সুএে জানা যায়।

পরের দিন একদল ভিডিও করে, মেয়েটিকে জিজ্ঞেস করা হলো মেয়টি জানায় তার পরিবারকে এবিষয়ে কিছুই বলা হয়নি। পরের দিন বিষয়টি ওই ছাত্রীর পরিবারকে কারো মাধ্যমে জানানো হলো।

পরিবারটি স্কুল কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হয়। যদিও স্কুল ছাত্রীর দাবী, বোরকা পরে স্কুলে না আসায় শাস্তি দেয়া হয়েছে। এবিষয়ে মৌসুমি রায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি হিন্দু এর বাহিরে কথা বলেনি।

শনিবার বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় বসে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ।
আলোচনা শেষে তারা ওই শিক্ষিকাকে শোকজ করেন এবং আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিক আমি শিক্ষকদের নিয়ে জরুরি আলোচনায় বসি। সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষিকাকে শোকজ এবং ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে

এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ জানান,বিষয়টি আমার জানা নেই সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে তবে বিদ্যালয়ের একটি নিয়ম কানুন আছে,এর পেছনে কি হয়েছে,তবে খোঁজ খবর নিয়ে দেখছি।
যদি বলে থাকে অভিযুক্ত শিক্ষিকা মৌসুমী রায় এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!