নওগাঁ জেলার রানীনগর উপজেলার ৪ নং পারইল ইউনিয়ন পরিষদের গ্রাম বাংলার ঐতিহ্য রাখতে তাদের দিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নানা কাজকর্ম খবরা খবর প্রতিটি গ্রামে পৌছেদেয় তারা। গ্রাম্য চৌকিদারের যত সামান্য মাইনে তাদের সংসার চালাতে হিমসিম খাচ্ছে নওগাঁসহ দেশের বিভিন্ন চৌকিদারের সামান্য টাকার পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, এদের মাইনে মাসের পর মাস স্থগিত রাখার কারণে তাদের পরিবারে একবেলা খেয়ে না খেয়ে মানবতার জীবন যাপন করেছেন দেখার কেউ নেই।
নওগাঁর জনাব শ্রীগোলাপ চন্দ্র চাঁন চৌকিদার / দফাদার (৪/১ নং কমান্ডার), ৪নং পারইল ইউনিয়ন পরিষদ, রাণীনগর, নওগাঁ। একই সাথে সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, নওগাঁ জেলা শাখা ও সমাজকল্যান সচিব, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। তাছাড়া গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহ নওগাঁ জেলা কমিটির প্রতিনিধি। আজ ঈদের পর প্রথমদিন সোমবার ২৪/০৪/২০২৩ তারিখ রাণীনগর থানায় ও উপজেলায় হাজিরা দিতে এসে আমার কক্ষে আসলে আলাপ চারিতায় জানলাম তার চাকুরী ও পারিবারিক নানা সমস্যার কথা। তার এনআইডিতে জন্মতারিখ ভুল থাকার কারণে বেতনভাতাদি স্থগিত আছে। দীর্ঘ সময ধরে প্রক্রিয়া শেষ করে বর্তমানে নির্বাচন কমিশন দপ্তর থেকে জন্মতারিখ সংশোধন অম্তে আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে কতৃপক্ষ দ্রুত কাজ করছেন মর্মে তিনি জানান। শ্রীগোলাপ চান দাস একজন দক্ষ, সাহসী ও সাংগঠনিক গ্রামপুলিশ। তার নিজের যোগ্যতা ও দক্ষতা বলে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে থাকেন। শুভকামনা রইল গোলাপ চান। আশা করি দ্রুত উর্ধতম কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তাদের এই ভাতার সমস্যা সমাধানের জন্য সুদৃষ্টিতে কামনা করছি।