খাগড়াছড়াছড়ি সদর উপজেলায় পঞ্চম ধাপে পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে।
গতকাল বুধবার (৫ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিনে ভোটকেন্দ্রগুলোতে দেখা যায়, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপচে পড়া ভিড়। এতে মোট ০৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নগুলো হচ্ছেঃ ০১ নং খাগড়াছড়ি ইউনিয়ন জ্ঞান দত্ত ত্রিপুরা (নৌকা) ২৪৪২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রীতি বিন্দু দেওয়ান আনারস ২০০১ ভোট, ০২ নং গোলাবাড়ী ইউনিয়ন কাউচিং মারমা আনারস ১৭১৮ ভোট, তার নকটতম প্রতিদ্বন্ধী উল্লাস ত্রিপুরা নৌকা ১৪৬৪ ভোট, ০৩ নং কমলছড়ি ইউনিয়ন সুনীল চাকমা আনারস ৪৬৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী সাউপ্রু মারমা নৌকা ২২৭৫ ভোট , ০৪ নং পেরাছড়া ইউনিয়ন তপন বিকাশ ত্রিপুরা নৌকা ৩১৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী মিল্টন চাকমা চসমা ১৭০৬ ও ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন সুজন চাকমা আনারস ৫১৩৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী পরিমল ত্রিপুরা নৌকা ৪৭৫২ ভোট। ভোটকক্ষে ৩৮ হাজার ৮৪২ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ছিলেন ১৬ জন। ভোটকেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১জন রিটার্নিং অফিসার, পুলিশ, বিজিবি স্ট্রাইকিং ফোর্স, আনছার সদস্যগণ দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়।
উল্লেখ্য, গোলাবাড়ী ইউনিয়রে একটি কেন্দ্র বন্ধ বা স্থগিত থাকায় আটটি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। যার ফলাফল হচ্ছে কাউচিং মারমা আনারস মার্কা ১ হাজার ৭১৮ ভোট, আর উল্লাস ত্রিপুরা নৌকা মার্কায় পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। ওই কেন্দ্রে আট শতাধিক ভোট রয়েছে।