শান্তিপূর্ণভাবে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। সন্ধ্যায় দুটি উপজেলার ইউনিয়নের কেন্দ্রগুলো থেকে ফলাফলের ঘোষণা আসতে থাকে। এরপর রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
দুটি উপজেলা থেকে প্রাপ্ত তথ্যমতে, মোট ২১টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ১১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোট ১০ জন।
হাজীগঞ্জের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছে ছয়জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র দুজন ও স্বতন্ত্র তথা বিএনপি বিজয়ী হয়েছে তিনটিতে।
এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে আবদুল হাদি, বাকিলা ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর (বিএনপি), ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে গোলাম মোস্তফা স্বপন (বিএনপি), ৫নং সদর ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন (যুবলীগ), ৬নং বড়কুল ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে মজিবুর রহমান (যুবলীগ), ৭নং বড়কুল স্বতন্ত্র আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল (বিএনপি), ৮নং হাটিলা ইউনিয়নে নৌকা প্রতীকে মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধব্যপুর নৌকা প্রতীকে কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধব্যপুর ইউনিয়নে নৌকা প্রতীকে গিয়াস উদ্দিন বাচ্ছু, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকে মজিবুর রহমান মজুমদারকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
রাজারগাঁও ইউনিয়নে ১৯ হাজার ৫১৬ ভোটের মধ্যে ১১ হাজার ১০৫ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১১ হাজার ৭৭ ভোট বৈধ ও ২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ আবদুল হাদী মিয়া ৫ হাজার ৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম পাটওয়ারী ৪ হাজার ৬৬৪ ভোট পেয়েছেন।
বাকিলা ইউনিয়নে ১৯ হাজার ৯০৮ ভোটের মধ্যে ১২ হাজার ৯৯৪ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ১২ হাজার ১৫৬ ভোট বৈধ ও ৮৩৮ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মিজানুর রহমান মিলন ৫ হাজার ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মুহাম্মদ হাবিবুর রহমান লিটন ৪ হাজার ৬৬ ভোট পেয়েছেন।
কালচোঁ উত্তর ইউনিয়নে ১৩ হাজার ৩৩২ ভোটের মধ্যে ৯ হাজার ১৯ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ৮ হাজার ৮০৫ ভোট বৈধ ও ২১৪ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া ৬ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আবদুল মতিন মজুমদার ২ হাজার ২৫৮ ভোট পেয়েছেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ২৩ হাজার ৬১২ ভোটের মধ্যে ১৪ হাজার ৭৫০ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ১৪ হাজার ৩৭৯ ভোট বৈধ ও ৩৭১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে ঘোড়া প্রতীকে গোলাম মোস্তফা স্বপন ৮ হাজার ৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আকতার হোসেন মিকন ৪ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়নে ২৯ হাজার ৩১ ভোটের মধ্যে ১৭ হাজার ৬৫১ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ১৭ হাজার ১৭২ ভোট বৈধ ও ৪৭৯ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন ৯ হাজার ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আলহাজ সফিকুল ইসলাম মীর ৫ হাজার ৪৭০ ভোট পেয়েছেন।
বড়কুল পূর্ব ইউনিয়নে ২০ হাজার ৩৮৫ ভোটের মধ্যে ১৪ হাজার ২৬১ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ১৩ হাজার ৮৭৯ ভোট বৈধ ও ৩৮২ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব ৬ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আহসান হাবিব ৪ হাজার ২১২ ভোট পেয়েছেন।
বড়কুল পশ্চিম ইউনিয়নে ১৪ হাজার ৪৩৫ ভোটের মধ্যে ৯ হাজার ৭৬৮ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ৯ হাজার ৫০৮ ভোট বৈধ ও ২৬০ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল ৪ হাজার ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনির হোসেন গাজী ৪ হাজার ৬১৮ ভোট পেয়েছেন।
হাটিলা পূর্ব ইউনিয়নে ১৭ হাজার ৭০০ ভোটের মধ্যে ১১ হাজার ৪০২ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ১১ হাজার ১০৫ ভোট বৈধ ও ২৯৭ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার ৩ হাজার ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন ৩ হাজার ৫১৮ ভোট পেয়েছেন।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১৭ হাজার ২৭২ ভোটের মধ্যে ১১ হাজার ৯২২ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ১০ হাজার ৫৯৪ ভোট বৈধ ও ৩২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল ৫ হাজার ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম মেলেটারি ৪ হাজার ২৮১ ভোট পেয়েছেন।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ১৫ হাজার ৫২৭ ভোটের মধ্যে ১০ হাজার ১১০ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ৯ হাজার ৮৩৬ ভোট বৈধ ও ২৭৪ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু ৬ হাজার ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. নাসির উদ্দিন ২ হাজার ৩০১ ভোট পেয়েছেন।
হাটিলা পশ্চিম ইউনিয়নে ১২ হাজার ৩৭৪ ভোটের মধ্যে ৮ হাজার ৯৯২ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ৮ হাজার ৮৩১ ভোট বৈধ ও ১৬১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম মজিবুর রহমান ৪ হাজার ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মো. ইমাম হোসেন লিটন ৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে ৩ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মো, জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ হাজার ৩৪১ ভোট।
মেহের উত্তর ইউনিয়নে আনারস প্রতীক ২ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে মো. মনির হোসেন পেয়েছেন ১ হাজার ১৯৩ ভোট।
রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ১১৩ ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন পেয়েছেন ৪ হাজার ৬৫৫ ভোট।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ. রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাসার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪০৬ ভোট, আনারস প্রতীক নিয়ে মাহবুব আলম পেয়েছেন ২ হাজার ৯৫৮।
সূচিপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা কামাল মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে হাবিবুর রহমান পাটোয়ারী পেয়েছেন ৫ হাজার ৯৯৫ ভোট।
সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৬৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাহতাব উদ্দিন হেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আ. রশিদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৪৭ ভোট।
চিতোষী পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল পেয়েছেন ৪ হাজার ৭৩৫ ভোট।
চিতোষী পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলম বেলাল আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ইউসুফ পাটোয়ারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৪ ভোট।
টামটা উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ওমর ফারুক দর্জি ৭ হাজার ১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আলমগীর কবির পলাশ পেয়েছেন ৬ হাজার ৩৮২ ভোট।
টামটা দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীক বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক ৪ হাজার ২৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৯৬ ভোট। নৌকা প্রতীক নিয়ে সফিকুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৫১ ভোট।