আজ সারা দেশে বিসর্জন দেয়া হবে মাকে। অশুভ শক্তি নাশ করতে কৈলাশ ছেড়ে মর্ত্যলোকে এসেছিলেন দেবী দুর্গা। ভক্তদের দুঃখ দূর করে শান্তি বিলিয়ে দিয়ে দোলায় চড়ে চলে যাবেন আজ।
তাই মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের ঘণ্টা। মাকে বিদায় জানাতে শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৯টা ১১ মিনিটের মধ্যে উদযাপন করা হবে দশমীর বিহিত পূজা। এরপর স্বামীর মঙ্গল কামনায় সধবা নারীরা মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াবেন। পরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে এবারও প্রতিমা বিসর্জনকালে কোনও শোভাযাত্রা করা যাবে না।
বিজয়া দশমীর দিন শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টা ১১ মিনিটে বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জন হবে বলে জানিয়েছেন প্রধান পুরোহিত।
তার মতে, বিজয়া দশমীতে মা দুর্গা সব অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করেন। আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে যেন সুন্দরভাবে প্রকৃত মানুষ হিসেবে বসবাস করতে পারি, তার জন্য মায়ের কাছে আমাদের আকুল আবেদন। সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে মাতৃপূজা সম্পন্ন হবে।