ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নে সিএনজি সহ বিপুল পরিমান মাদক আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন মিয়ার নির্দেশনা অনুযায়ী এসআই এনামুল হক’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ধাওয়া করলে উত্তর লাঙ্গলমোড়া হাজী নুর ইসলাম সওদাগর বাড়ির রাস্তার পাশে পুকুরে নাম্বার বিহীন সিএনজি পেলে দিয়ে পালিয়ে যায় মাদক কারবারি সিএনজি চালক সহ অজ্ঞাত আরো একজন। এসময় সিএনজি সহ ফেন্সিডিল ৩১ বোতল, বিহার ৭০ ক্যান, হুইস্কি ১২ বোতল উদ্ধার করা হয়।
ঘোপাল তদন্তে কেন্দ্র পুলিশ সূত্রে জানাযায়, এসআই মোঃ এনামুল হক তাঁর সঙ্গীয় ফোর্স কনস্টেবল বেলায়েত হোসেন, মোঃ ইব্রাহিমকে নিয়ে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদ পেয়ে ডিউটি জোরদার করে। এসময় মাদক বহনকারি সিএনজি চালককে সংকেত দিলে সিএনজি চালক অতি দ্রুত গাড়ী চালালে পুলিশের সন্দেহ হলে ধাওয়া করে আটক করা হয়। এমতাবস্থায় আসামী আটক করতে না পারলেও আসামীর নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাযায়।
মোঃ পলাশ সাং- বালুকিয়া ১নং করেরহাট জোরাগন্জ থানার ইউসুপ ডাঃ বাড়ির আবুল কালামের ছেলে ও অজ্ঞাত ১ জনকে আসামী করে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ।