শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা,চেয়ারম্যান-খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: ছগীর আহমেদ দুবাইয়ে বন্যার কারনে কমেছে স্বর্ণের দাম শর্ত দিয়ে রোববার থেকে খুলছে প্রাথমিক স্কুল-DBO-News চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নিখোঁজ ইউসুফ সজীবের সন্ধান চায় পরিবার পাঁচবিবিতে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পাঁচবিবির উচনা সীমান্তে ১ কেজি ৬৫০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার-১ পাঁচবিবি সীমান্তে তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত কচুর লতি চাষে লাভবান পাঁচবিবির কৃষকরা, অনাবৃষ্টিতে ক্ষতির আশঙ্কা নওগার সাপাহারে বৃষ্টি চেয়ে কাঁদলেন মুসল্লিরা ফরিদপুর নৌ পুলিশের অভিযান, ৬ লাখ টাকার কারেন্ট জাল সহ আটক ২ দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ননীগোপাল মন্ডল পাঁচবিবিতে আইডিএ কর্তৃক প্রশিক্ষণের সমাপনী বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি চরমে
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ঠাকুরগাঁওয়ে সিগারেটের প্যাকেট খুলেই মিলল টিস্যু, প্রতারকের কারাদণ্ড- দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ২৪৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৫:০৯ অপরাহ্ণ

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর সাথে প্রতারণা করার অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ দন্ড দেন বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

দন্ডপ্রাপ্ত মোঃ আরিফ (২০) শহরের ইসলামনগর খানকা শারীফ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

ওসি তানভিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের বকসের হাটে ব্যবসায়ী রমজান আলীর কাছে ২৪২ টাকা দরে বেনসন, ১৮৬ টাকা দরে গোল্ডলিফ, ৬৩ টাকা দরে স্টার ও ৩৫ টাকা দরে ডার্বি সিগারেটের প্যাকেট বিক্রি করে যুবক আরিফ। ব্যবসায়ী রমজান ক্রয়কৃত সিগারেটের প্যাকেট খুলে দেখতে পান একটি প্যাকেট টিস্যু, অন্যটিতে তুলা, আরেকটিতে বালু। এসময় ব্যবসায়ী রমজানসহ আশপাশের লোকজন প্রতারক আরিফকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রতারক আরিফকে আটক করে থানায় আনা হয়।

তানভিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে প্রতারক আরিফ জানায় সে দীর্ঘদিন ধরে খালি সিগারেটের প্যাকেট সংগ্রহ করে, তারপর সেই প্যাকেটে তুলা, বালু ও টিস্যু ঢুকিয়ে বিভিন্ন দোকানে পাইকারী মূল্যে বিক্রি করে চম্পট দেয়। আরিফ দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সাথে এ ধরনের প্রতারণা করে আসছিল। শুক্রবার সকালে তাকে ভ্রাম্যমান আদালতে নেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভ্রাম্যমান আদালতে আটককৃত যুবক আরিফ সিগারেটের প্যাকেট টিস্যু, তুলা ও বালু ঢুকিয়ে ব্যবসায়ীর কাছে বিক্রি করার বিষয়টি স্বীকার করে। এরপর দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারা অনুযায়ী ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়ার পর তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।

বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর ডিস্ট্রিবিউশন ঠাকুরগাঁও শাখার ম্যানেজার মো. রায়হান বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্যবসায়ীদের সাথে প্রতারণা করছিল। এতেকরে বৃটিশ আমেরিকান টোব্যাকোর সুনাম ক্ষুন্ন হচ্ছিল। এর সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ৷


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!