হাজীগঞ্জ উপজেলায় ১১ ইউনিয়নে চেয়ারম্যন পদে মনোনয়ন প্রত্যাহার করেছে মোট ২৫ জন। ১১ ইউনিয়নে ১১ নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়বেন ৩৭ প্রার্থী। মোট চেয়ারম্যান পদে লড়েবেন ৪৮ জন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৩ জন প্রত্যাহার করেছে। তিনজন বিনা প্রতিদ্বন্ধিতা বেসরকারিভাবে বিজয়ের পদে। বাকী ৮৪ জন লড়বেন আগামী ২৬ ডিসেম্বরের ভোটগ্রহণে। যে সকল প্রার্থী চেয়ারম্যান পদে প্রত্যাহার করেছেন, তাদের মধ্যে স্বতন্ত্র ২৪ জন এবং জাকের পার্টির মনোনয়ন প্রত্যাহারের করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান সাংবাদিকদের জানান -হাজীগঞ্জে সাধারণ সদস্য পদে ৪৩৪ প্রার্থীর মধ্যে ২৮ জন মনোনয়ন প্রত্যাহার করেন। এবং দুইজন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচনে লড়বেন।
রাজারাগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে জাকির পার্টির প্রার্থী নারী সদস্য ও ২ জন সাধারণ সদস্য প্রার্থী মফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল মালেক প্রধানীয়া, মো. দেলোয়ার হোসেন ও মো. জুলফিকার আলী পাটওয়ারী (বাবুল) সহ ৭ জন চেয়ারমান, ২ জন সংরক্ষিত
২নং বাকিলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অহিদুজ্জামান পাটওয়ারী, ১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম, জুলহাস চৌধুরী ও শাকিল আহমেদ টুকুসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী এবং ১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১ সাধারন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আবু সায়েম মিয়াজীসহ ২ জন চেয়ারম্যান প্রার্থী এবং ১ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল কাশেম ও ৫ জন সাধারন সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে ৪ জন সাধারন সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলী আকবর শেখ ও আলী আহম্মদসহ ২ জন চেয়ারম্যান এবং ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহিদুল হক, দুলাল হোসেন ও আনোয়ার হোসেনসহ ৩ জন চেয়ারম্যান এবং ৫ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ আলম খাঁন, মো. জসিম উদ্দিন মুন্সী, মো. জসিম উদ্দিন, মো. গোলাম মোস্তফা গাজী ও মোহাম্মদ গোলাম কাউছারসহ ৫ জন চেয়ারম্যান এবং ১ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।