সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ সন্দেহভাজন ব্যাক্তির করোনা ভাইরাস পরীক্ষায় নমুনা সংগ্রহ করার জন্য ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ‘নিরাপদ বুথ’ স্থাপন করা হয়েছে। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত বুথ গুলো থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হবে। ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, উপজেলা পরিষদের অর্থায়নে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করার নমুনা সংগ্রহের জন্য একটি করে বুথ স্থাপন করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী বলেন, ছাগলনাইয়া উপজেলার সাড়ে তিনলক্ষ মানুষের করোনা ভাইরাস থেকে নিজেদের সুস্থ ও সচেতন রাখার লক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেটার স্যাম্পল কালেকশন ও পরিক্ষার জন্য বুথ নির্মান করা হয়েছে। তিনি আরো জানান, উপজেলাবাসি যদি নিজেকে কোনো কারনে আক্রান্ত মনে করে, তাহলে এখানেই এসে স্যাম্পল দিয়ে যেতে পারবেন। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে আন্তরিকতার সহিত স্যাম্পল গ্রহন করা হবে, ইনশাআল্লাহ। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা জানান, ইতোমধ্যে উপজেলা কমপ্লেক্সে বুথটি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল ১০ টায় থেকে দুপুর ১২ টায় পর্যন্ত নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হবে। ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা আরো জানান, নমুনা প্রদানকারিকে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারগনের পরামর্শ নিয়েই নমুনা প্রদান করতে হবে।