সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধান্জলী জানিয়ে উপজেলা যুবদল নেতা মোঃ আবদুল মোমিন’র ব্যাক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৩০ মে) বাদ আছর দক্ষিন সতর ১ নং ওয়ার্ড হুলচরি ঘাট নামক স্থানে এতিম ও হেফজখানা নূরানী মাদ্রাসার মাওলানা আবুল কাশেম’র পরিচালনা শতাধিক এতিম মাদ্রাসার ছাত্রদের নিয়ে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুবদল নেতা মোঃ আবদুল মোমিন বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার ঘটনাবহুল কর্মময় জীবনের কারণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রম প্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। আমি ৩৯তম শাহদাতবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান’র আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউস বেহেস্ত নসীব করুক আমিন। মিলাদ ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা কাজী জসীম উদ্দিন, পৌর বিএনপি যুগ্ন আহব্বায়ক আবুল খায়ের মজুমদার বাবুল, পৌর যুবদল নেতা মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলমগীর হোসেন, মোঃ উল্যাহ্ টিপু সহ আরো অনেকে।