নুর সাইদ ইসলাম, ধামইরহাট নওগাঁ:
জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলন ২০২৩’ এ রাজশাহী বিভাগীয় বেস্ট ফ্রিল্যান্সারের সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন নওগাঁ ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অন্তগত দুর্গাপুর গ্রামের মো. আব্দুর রহমান এর ছেলে মো.শোয়াইবুল ইসলাম।
শনিবার (১৯ আগষ্ট ) রাজধানীর কুড়িল বিশ্বরোড অধীনস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ হল এ দিনব্যাপী অনুষ্ঠিত হয় জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। ‘ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (এফওবি)’ এর আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত হতে তিন হাজার ফ্রিল্যান্সারের উপস্থিতিতে দেশসেরা ফ্রিল্যান্সার দের ৫টি প্যানেলে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও এর ক্যাটাগরিতে জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলনে সারা দেশ সেরা ১৫ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এফওবি ’এর সম্মেলনে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির বেস্ট ফ্রিল্যান্সার হিসেবে তাঁকে তালিকায় নেওয়া হয়। আয়োজক ও ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এর হাত থেকে সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন নওগাঁর ধামইরহাটের সন্তান মোঃ শোয়াইবুল ইসলাম।
তিনি জানান,ফ্রিলান্সার জগতে দীর্ঘ ছয় বছরের অক্লান্ত পরিশ্রমে ফল হিসেবে তিনি রাজশাহী বিভাগীয় বেস্ট ফ্রিল্যান্সার এর সম্মাননা অ্যাওয়ার্ড পেয়ে আনন্দিত। সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ভবিষ্যতে এলাকার গরিব মেধাবী বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।