তথ্যচিত্রে,নুর সাইদ ইসলাম:-
নওগাঁর ধামইরহাটে আম চাষে সফল উদ্যোক্তা আম চাষি মো. বায়েজিদ হোসেন সবুজ,সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন।
ধামইরহাট উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিল এর ছেলে বায়েজিদ হোসেন ( সবুজ)।সফল উদ্যোক্তা আম চাষী ,উপজেলার কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ৯ একর জমিতে আম চাষ করেছেন,বাগানের গাছে গাছে ঝুলছে আমরুপালি,বারি৪,হাঁড়িভাঙ্গা,এসব জাতের আম। চলতি মৌসুমে তিনি প্রায় ৫০০ মণ আম বিক্রি করেছেন, ফলন ভালো হওয়ায় এ মৌসুমে প্রায় ১ হাজার মণ আম উঠবে বলে আশা করছেন।এসব আম জুন মাসের শেষের দিকে তুলবেন, ফলন ভালো হওয়ায় আবহাওয়া ভালো থাকার জন্য সঠিক বাজার মূল্যে আম বিক্রয়ের আশা করছেন।
আমের ফলন বৃদ্ধির লক্ষ্যে ধামইরহাট উপজেলা কৃষি অধিদপ্তর ও পত্নীতলা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.উমর ফারুখ এর দিকনির্দেশনায় এগিয়ে চলছেন।
এসব ফরমালিন বিষমুক্ত সুস্বাদু আমরুপালি,বারি৪,হাঁড়িভাঙ্গা,আম পেতে নাম্বারে- ০১৭০৪-৩৬৩৬৮৮- যোগাযোগের মাধ্যমে এবং সরেজমিনে গিয়ে আম ক্রয় করার আহ্বান জানিয়েছেন।
মো.নুর সাইদ ইসলাম,
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
০৭-জুন-২৩