বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

২০৩৭ সালে বিশ্বে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

অর্থনীতি / ১৭০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ

২০৩৭ সালে বিশ্বে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
ওয়ার্ল্ড ইকোনমিক লিগের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় (ডব্লিউইএলটি) দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ৩৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হয়েছে।

আর আগামী ২০৩৭ সালের মধ্যে ডব্লিউইএলটি তালিকায় আরও ১৪ ধাপ এগিয়ে বিশ্বের ২০তম অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সিইবিআর এক প্রতিবেদনে বলেছে, অভ্যন্তরীণ উন্নতির পাশাপাশি আঞ্চলিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ অনেক ভালো করেছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে গত বছর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে উঠে আসে বাংলাদেশ। চলতি বছর শেষেও এই অবস্থান ধরে রেখেছে দেশটি।

বর্তমানে দেশের জিডিপির আকার হিসাব করা হয়েছে ৪২ হাজার ৯০০ কোটি (৪২৯ বিলিয়ন) মার্কিন ডলার। সিইবিআর বলছে, ২০৩৭ সালের মধ্যে জিডিপির আকার ১ লাখ ৬২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২১ সালে ডব্লিউইএলটি তালিকায় বাংলাদেশ ৩৬তম অবস্থানে ছিল। আগামী বছরগুলোতে ধারাবাহিকভাবে এই অবস্থানের উন্নতি হবে। এতে সারা বিশ্বে বাংলাদেশ ২০২৩ সালে ৩৫তম, ২০২৭ সালে ২৬তম, ২০৩২ সালে ২৪তম ও ২০৩৭ সালে ২০তম অর্থনীতির দেশে পরিণত হতে পারে।

তবে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে আগামী বছর অর্থনৈতিক মন্দার পূর্বাভাসও দিয়েছে সিইবিআর। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, দেশগুলো মূল্যস্ফীতি মোকাবিলায় বেশি পরিমাণে ঋণ নিচ্ছে। তবে এর কিস্তি পরিশোধ করতে গিয়ে অনেক দেশের অর্থনীতি সংকুচিত হতে পারে।

চলতি বছর বিশ্ব অর্থনীতি ১০০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। আর সবকিছু মিলিয়ে আগামী ২০৩৭ সালে বিশ্ব অর্থনীতি ২০৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত তার অবস্থান ধরে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত ২০৩২ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। আর ২০৩৫ সালের মধ্যে দেশটির জিডিপির পরিমাণ হবে প্রায় ১০ ট্রিলিয়ন ডলার।

দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তান বিশ্বের ৪৩তম, শ্রীলঙ্কা ৭৫তম, নেপাল ১০১তম, মালদ্বীপ ১৫২তম ও ভুটান ১৬৪তম অবস্থানে রয়েছে। আর বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে প্রথমে আছে যুক্তরাষ্ট্র। এরপর আছে চীন ও জাপানের অবস্থান


এ বিভাগের আরও সংবাদ

নবীনগরে রাস্তার ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন। মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজারের পূর্ব পাশে মুরগী বাজার থেকে মরহুম কেনু মিয়া মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জিনদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে ও স্থানীয় ইউপি সদস্য আবু হানিফের সার্বিক তত্তাবধায়নে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, সহকারী শিক্ষক জালাল উদ্দিন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান ও মামুনূর রশিদ প্রমুখ। উদ্বোধনের পূর্বে দোয়া পরিচালনা করেন মুফতী মাওলানা মাহাবুব সাহেব। স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কস্ট লাগব হচ্ছে। এজন্য তারা এ কাজের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ জানান, বাঙ্গরা চেয়ারম্যান প্লাজা সংলগ্ন মুরগি বাজারের রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে মানুষের চলাচল করতে নানান সমস্যায় পড়তে হতো। এরই পেক্ষিতে আমরা জিনদপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দে ২৯২ ফুট লম্বা বাই ১২ ফুট প্রস্থে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নেই। আশা করি রাস্তাটি ঢালাইয়ের মাধ্যমে এ রাস্তায় চলাচলকারী মানুষের দীর্ঘদিনের কস্ট লাগব হবে। এসময় জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, দীর্ঘদিন যাবত এই রাস্তার বেহাল দশার কারনে স্থানীয়রা নানা সমস্যায় পড়তে হতো। এখানে সামান্য বৃষ্টি হলে কাদা সহ পানি জমে যেতো। এরই পেক্ষিতে জিনদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে মেইন সড়কের মুরগির বাজার থেকে সিসি ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এতে করে এ রাস্তায় চলাচলকারীরা নির্বিঘ্নে চলাচল সহ যানবাহন নিয়েও এখন আসতে পারবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!