রবিবার, ১২ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এসএসসি-সমমান পরীক্ষার ফল ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা বেড়েছে ঐতিহ্য হারাচ্ছে নবীনগর সরকারি কলেজ। সাংবাদিক খালেদ পেলেন শেরেবাংলা পদক ভুয়া কাগজ দিয়ে প্রবাসীর দোকান ঘর দখল নেওয়ার চেষ্টার অভিযোগ গাজীপুরে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য-নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কিশোরগঞ্জে কৃষি উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে নারীদের ধর্মীয় শিক্ষার আলোকবর্তিতা খাতুনে জান্নাত কওমী মাদ্রাসা শ্বশুরবাড়িতে বেড়াতে আসা জামাইকে পিটিয়ে হত্যা, আটক ৪ সীতাকুণ্ডে ক্ষতিকর কেমিক্যালে তৈরী হতো আইসক্রিম, ২ লক্ষ টাকা জরিমানা রংপুর শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম শুরু কুড়িগ্রামের শেখ রাসেল অডিটোরিয়ামে বাংলার বৈশাখ, বাংলার নাচ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী লক্ষ্মীপুরে ব্যবসায়ী বসতঘরে হামলা-ভাঙচুর, আহত -৩ প্রকাশ পেল ‘প্রেম শিকলে বাইন্ধা রে মন’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নওগাঁয় কোরবানির উদ্বৃত্ত পশু চাহিদার তুলনায় বেশি – দৈনিক বাংলার অধিকার

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধি / ৭১ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৬:০০ অপরাহ্ণ

নওগাঁ জেলায় এ বছর তিন লাখ আশি হাজার চার শত একানব্বই টি কোরবানীর পশু প্রতিপালন করা হয়েছে। জেলায় চলতি বছর চাহিদা রয়েছে তিন লাখ পশুর। সে হিসেবে পশু উৎপাদনে নওগাঁ জেলা উদ্বৃত্ত। জেলার চাহিদা মিটিয়ে এ জেলা থেকে কোরবানীর পশু বরাবরই ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা সহঅন্যান্য জেলায় সরবরাহ করা হয়ে থাকে। জেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পাদ অফিসার মোঃ হেলাল হোসেন জানিয়েছেন আসন্ন কোরবানীকে সামনে রেখে জেলার এগারো টি উপজেলায় মোট একত্রিশ হাজার তিন শত চল্রিশ টি খামারে এসব পশু প্রতিপালন করা হয়েছে। কোরবাণীর পশুর মধ্যে রয়েছে অষ্টানব্বই হাজার আট শত তিরাষি টি ষাড়,বত্রিশ হাজার চার শত উনত্রিশ টি বলদ, ছত্রিশ হাজার এক শত পনর টি গাভী গাভী,ছয় হাজার নয় শত ষাইট টি মহিষ। এ ছাড়াও ছাগল রয়েছে এক লাখ চুয়াত্তর হাজার চার শত সাইত্রিশ টি ভেড়া রয়েছে, পঁচিশ হাজার ছয় মত একান্ন টি এবং অন্যান্ন রয়েছে চার শত চব্বিশ টি।জেলার প্রাণী সম্পাদ বিভাগের তথ্য মতে উপজেলা ভিত্তিক খামাড়,ষাড়,বলদ এবংগাভীর সংখ্যা হচ্ছে। নওগাঁ সদর উপজেলায় তিন হাজার ছয়শত ত্রিশটি খামাড়ে তের হাজার তিন শত বিরাশি টি ষাড়, দুই হাজা পাঁচ শত একানব্বই টি বলদ ও দুই হাজার পাঁচ সাতাত্তর টি গাভী। রাণী নগর উপজেলায় এক হাজার আট শত পঙ্চাশ টি খামাড়ে সাত হাজার এক শত এগারো টি ষাড়, আট শত চৌদ্দ বলদ ও তি হাজার এক শত উন সত্তর টি গাভী। আত্রাই উপজেলায় এগার হাজার দুই শত ছয়চল্লিশ টি খামাড়ে পাঁচ হাজার সাত শত বিরাশি টি ষাড়,আট শত ষোলটি বলদ ও নয় শত চুয়াত্তর টি গাভী। মহাদেব পুর উপজেলায় এক হাজার দুই শত চল্লিশ টি খামাড়ে আট হাজার দুই শত উনত্রিশ টি ষাড়, এক হাজার চার শত ষোলটি বলদ ওদুই হাজার আট টি গাভী। পত্নীতলা উপজেলায় এক হাজার আট শত পাঁচ টি খামারে সাত হাজার এক শত তেত্রিশ টি ষাড়, এক হাজার আট শত পঁয়ত্রিশ টি বলদ ও দুই হাজার দুই শত আটান্ন টি গাভী। ধামইরহাট উপজেলায় দুই হাজার চারশত আটাত্তর টি খামাড়ে এগার হাজার নয় শত তিপান্ন টি ষাড়,সাত হাজার এক শত সপ্তাশি বলদ ও ছয় হাজার পাঁচ শত ষোলটি গাভী। সাপাহার উপজেলায় তিন হাজার সাত শত বিরা নব্বইটি খামাড়ে সাত হাজার সতের টি ষাড়, তিন হাজার তিন শত ছাব্বিশটি বলদ ওদুই হাজার চার শত আটত্রিশ টি গাভী। পোরশা উপজেলায় দুই হাজার উনষাইট টি খামারে ছয় হাজার আট শত ছিয়াষট্টি টি ষাড়, তিন হাজার নয় টি বলদ ও দুই হাজার সাত শত সাতাইশ টিগাভী। নিয়ামতপুর উপজেলায় এক হাজার পাঁচ শত সাইত্রিশটি খামাড়ে ছয় হাজার চুয়াল্লিশ ষাড়,এক হাজার নয়শত পাঁচ টি বলদ ও এক হাজার পাঁচ শত পুঁচাত্তর টি গাভী এবং মান্দা উপজেলায় সাত হাজার সাত শত পুঁচাশি টি খামাড়ে আঠারো হাজার সাত শত অষ্টানব্বই টি ষাড়, ছয় হাজার আট শত চল্লিশটি বলদ ওআট হাজারআট হাজার ছিয়ানব্বই টি গাভী। জেরার ভার প্রাপ্ত প্রাণী সম্পাদ অফিসার মোঃ হেলাল হোসেন বলেছেন দেশে লকডাউন চললেও জেলা প্রাণী সম্পাদ অফিস থেকে পশু ক্রয় বিক্রয় নামে অনলাইণ ভিত্তিক একটি মোবাইল মাকেটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এই অ্যাপে জেলার বিভিন্ন খামাড়ীদের ঠিকানা, গরুর ছবি,গরুর আনুমানিক ওজন,মুল্য ইত্যাদি উল্লেখ করে পোষ্ট দেয়া হচ্ছে।এত মোটামুটি ভালোই সাড়া পাওয়া যাচ্ছে।প্রতিনিয়ত গরু,ছাগল,ভেড়া ইত্যাদি বিক্রি হচ্ছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!