ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৩ পৌরসভার কর্মচারীদের মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২, ২০১৯ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রাপ্তির দাবীতে মঙ্গলবার নওগাঁয় ৩টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক এ,কে এম জুয়েল, নওগাঁ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবু, ধামইরহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশনের সভাপতি দেওয়ান হাবিবুল ইসলাম, রাখি সুলতানাসহ ৩টি পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বেতন ভাতা ও পেনশন প্রাপ্তির দাবী জানান। এসময় পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ছিল।

Don`t copy text!