|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ৩ পৌরসভার কর্মচারীদের মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রাপ্তির দাবীতে মঙ্গলবার নওগাঁয় ৩টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক এ,কে এম জুয়েল, নওগাঁ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবু, ধামইরহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশনের সভাপতি দেওয়ান হাবিবুল ইসলাম, রাখি সুলতানাসহ ৩টি পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বেতন ভাতা ও পেনশন প্রাপ্তির দাবী জানান। এসময় পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ছিল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.