নওগাঁর মান্দায় তিন ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে মান্দা সদর, কুসুম্বা ও তেঁতুলিয়া। মঙ্গলবার সুধী সমাবেশের মধ্যদিয়ে ইউনিয়ন তিনটিতে বাজেট ঘোষণা করা হয়।
মান্দা সদর ইউনিয়নে ৩ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৫৫৫ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মিজানুর রহমান। ইউপি চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান মহসীন রেজা, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, মান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন আহমেদ প্রমুখ।
অন্যদিকে কুসুম্বা ইউনিয়নে ৩ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব জায়েদুর রহমান। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান নওফেল আলী ম-লের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি সদস্য শাহিনুর রহমান, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মোবারক হোসেন, আলম হোসেন প্রমুখ।
এছাড়া তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ১ কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ৪০০ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব নাজমুল হোসেন। সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, এম হাবিুর রহমান, ইউপি সদস্য বাবুল আলী, আবদুল জলিল, দেলোয়ার হোসেন প্রমুখ।