জননী জঠরে ধরিয়া যতনে
কষ্ট করিয়া কত,
আনিল ধরায় যতনে আমায়
পালনে মনের মত।
শুকনায় রাখি ভিজাতে ঘুমায়ে
রজনী করিয়া ভোর,
হাসি মাখা মুখে ভালোবাসে মোরে
খুলিয়া মনের দোর।
অসুখ বিসুখে কষ্ট পাইয়া
কাঁদিত কতনা দুঃখে,
আমারি হাসিতে মায়ের মমতা
জাগিয়া উঠিত সুখে।
নিজে না খাইয়ে আমারো লাগিয়া
রাখিত শিকায় ভরি,
আমারি দুঃখেতে মায় যে আমার
কাঁদিত ধূলায় পড়ি।
স্নান করায়ে তৈলাদি মাখিয়া
আদর করিত শত,
মাছে ভাতে মোরে রাখিত সদাই
রাজ কুমারের মত।
আপনে ত্যাগী সন্তান লাগি
ভাবেনিতো সুখ তার,
এমন মায়ের শ্রী চরণেতে
প্রণতি বার বার।