|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিশ্বমাতৃ দিবস উপলক্ষে কবিতা- জননী কলমে- পবিত্র চক্রবর্তী-DBO-news
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৩
জননী জঠরে ধরিয়া যতনে
কষ্ট করিয়া কত,
আনিল ধরায় যতনে আমায়
পালনে মনের মত।
শুকনায় রাখি ভিজাতে ঘুমায়ে
রজনী করিয়া ভোর,
হাসি মাখা মুখে ভালোবাসে মোরে
খুলিয়া মনের দোর।
অসুখ বিসুখে কষ্ট পাইয়া
কাঁদিত কতনা দুঃখে,
আমারি হাসিতে মায়ের মমতা
জাগিয়া উঠিত সুখে।
নিজে না খাইয়ে আমারো লাগিয়া
রাখিত শিকায় ভরি,
আমারি দুঃখেতে মায় যে আমার
কাঁদিত ধূলায় পড়ি।
স্নান করায়ে তৈলাদি মাখিয়া
আদর করিত শত,
মাছে ভাতে মোরে রাখিত সদাই
রাজ কুমারের মত।
আপনে ত্যাগী সন্তান লাগি
ভাবেনিতো সুখ তার,
এমন মায়ের শ্রী চরণেতে
প্রণতি বার বার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.