পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আর উন্নয়নে বিশ্বাসী বলেই আজ শিক্ষা প্রতিষ্ঠান গুলো তৈরি হচ্ছে নতুন রুপে। নতুন মডেলের। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।
বিগত দিনে জামাত-বিএনপি সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করতে পারেনি। আজ শুধু আমার এলাকা নয় সারাদেশের প্রতিটি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ উন্নয়নের কারিগর শেখ হাসিনা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ নতুন নতুন ভবন তৈরি হচ্ছে।
শনিবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোখলেসা কাওসারী লিনা’র সভাপতিত্বে ও তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হাসান শাহিন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান, প্রভাষক মিজানুর রহমান, মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রানা, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান, তরুণ আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম পিন্টু, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার দিপু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক শিয়াব, শয়লালাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনি, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজু আহম্মদ, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি সদস্য ইউনুছ আলী প্রমূখ। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।