নওগাঁর মান্দায় শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জিমনেসিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারী সার্জন বেনজির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, রিসোর্স ইন্সট্রক্টর কায়সার হাবীব, যুবউন্নয়ন কর্মকর্তা দুরুল হুদা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, উপজেলা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম দেওয়ান, প্রধান শিক্ষক রেজাউল হক ও কান্তি কুমার সরকার।
অনুষ্ঠানে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া প্রদর্শনসহ চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।