নওগাঁর বদলগাছীতে ১০৬টি মন্ডপে যাবতীয় প্রস্ততির কাজ শেষে শান্তীপূর্ণ ভাবে চলছে শারদীয় দূর্গা পূজা উৎসব।
গত শনিবার থেকে শান্তির বার্তা নিয়ে অবতরন করেছে হিন্দু সমপ্রদয়ের সবচে বড় ধর্মীয় উৎসব দূর্গা এই পূজা। সে উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে ১০৬টি মন্ডপে বিভিন্ন সাজগোজ করেছে। তবে আয়োজকদের প্রত্যাশা খরচ যতই হোক পূজার প্রতিমা জাকজমক পূর্ণ হতে হবে।
উপজেলার বিভিন্ন গ্রামের পূজা মন্ডপ ঘুরে দেখা যায় যার যা সাধ্য মত প্রতিমাকে সাজিয়ে তুলছে। মথরাপুর জালালপুর গ্রামের প্রতিমা তৈরীর কারিগর রমেশ চন্দ্র বলেন হিন্দু সমপ্রদয়ের বড় পূজা এই সময় আমাদের প্রতিমা তৈরী ও সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতে হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষধের বদলগাছী শাখা সভাপতি দেশ প্রশাদ দেশ মুখ্য ও সাধারন সম্পাদক বাসুদেব সাহা বলেন বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়ননে এবার ১০৬টি মন্ডপে পূজা উদযাপন চলছে এর মধৈ উপজেলা সদরে ১২টি, বালুভরা ইউপিতে ২৮টি, বিলাশবাড়ী ইউপিতে ১২টি, কোলা ইউপিতে ৮টি, আধাইপুর ইউপিতে ১৭টি, মথুরাপুর ইউপিতে ১৪টি, মিঠাপুর ইউপিতে ১২টি, পাহারপুর ইউপিতে ৩টি, মুন্দিরে পূজার যাবতীয় প্রস্ততি শেষে মোট ১০৬টি মন্ডপে শান্তীপূর্ন পূজা চলছে। উপজেলা কেন্দ্রয়ী মন্দীর ও আশ্রমের সভাপতি জিতেন্দ্রনাথ মন্ডল ও আয়োজক রজত গোস্বামী বলেন স্থানীয় ভাবে প্রশাসনের সহযোগিতা পেয়ে থাকি এবার প্রশাসন সহযোগিতাই আছেন আশাকরছি কোন ঝামেনা ছারায় পূজা করতে পারব। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন সরকারী ভাবে প্রতিটি পূজা মুন্দিরে ৫শ কেজি চাল বরাদ্দ হয়েছে এবং তা বিতরণ করা হয়েছে। বদলগাছী উপজেলা আনসার ভিটিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন শান্তীপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে ১০৬টি মন্ডপে ৫৬৬জন আনসার দিয়ে নিরাপত্রার ব্যবস্তা রয়েছে।
যাতে কোন ভাবেই সমস্যার সৃষ্টি না হয়। বদলগাছী থানার অফিসার ইর্নচাজ আতিয়ার রহমান বলেন হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ সুপার মহদেয়ের নিদেশনায় পুলিশ প্রশাসনের পক্ষে থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্তা রয়েছে।