বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী তারিকুল ইসলাম সৈকতের ১ম বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত,২০২১সালের ১৮ ই সেপ্টেম্বরে তারিকুল ইসলাম সৈকত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
যানা যায় তারিকুল ইসলাম সৈকত এর গ্রামের বাড়ী ফেনী সদর জেলার ৭ বালিগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ডে, পিতা-মোঃ সেলিম মিয়ার ও মাতা মোসম্মৎ আলেয়া বেগম এর সুযোগ্য পুত্র তরিকুল ইসলাম (সৈকত)।
তারিকুল ইসলাম সৈকত গত ২০০৯ সাল থেকে দুবাইয়ের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত,
তিনি বিগত সময় ধরে সততার সাথে দুবাই ব্যবসা বাণিজ্য করে আসেছেন।
তিনি গত ২০২১ সালের এর ১৮ ই সেপ্টেম্বরে একই উপজেলার দাগনভূইয়া, রাজাপুর গোনা ইউনিয়নের পূর্ব কোনা গ্রামের সুলতান হাজী বাড়ীর মোঃ ইয়াকুব আলীর চতুর্থ কন্যা তাহমিনা আক্তার দিপুর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সৈই সূএে আজ ১৮ ই সেপ্টেম্বর ২০২২ ইং রোজ রবি বার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শহরের একটি হোটেলে বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
-বর্তমান সময়ে নজির বিহীন ভালোবাসা নিয়ে সংসার করছে এই দম্পতি, সীমাহীন আনন্দ এবং সুখের মাঝে আছে তাদের দাম্পত্য জীবন যেখানে পরকীয়া সহ নানা ধরনের অশান্তি নিয়ে সংসার চলছে, সেখানে এই দম্পতির দাম্পত্য জীবন একটা ইতিহাস।
তারিকুল ইসলাম সৈকত বলেন -মহান রাব্বুল আল্লাহর কাছে সবাই দোয়া করেন এই দাম্পতি জন্য, বাকি জীবনটা এক সাথে সুখে দুঃখে বিপদে আপদে একে অপারের সাথে এই ভালোবাসা নিয়ে কাটিয়ে দিতে পারি।
উক্ত বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- তরিকুল ইসলাম সৈকত এর বায়রা মোঃ মহসীন ও চাচা শশুর মোঃ বাবু,মাঈন উদদীন, রাজ,মোঃ মহিউদ্দিন,মোঃ হিরু, মোঃ মুন্না, মোঃ শাহাবুদ্দিন,
মোঃ শাহআলম, মোঃ মাসুদ পারভেজ (ইমন),আবদুল কাইয়ুম,মোঃ বাবলু, সহ সকল শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব।