জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়Íী উপলক্ষ লক্ষ্মীপুর শিক্ষা প্রতিষ্ঠান ও বঙ্গবন্ধু পাঠাগার মুক্তিযুদ্ধর ইতিহাস, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বিভিন ধরণর বই বিতরণ করছন জলা যুবলীগর সাবক যুগ্ম আহবায়ক বায়জীদ ভূঁইয়া। বুধবার (২৩ মার্চ) দুপুর রায়পুর জনকল্যাণ উচ বিদ্যালয় ও পাইলট উচ বিদ্যালয় আনুষ্ঠানিকভাব এসব বই বিতরণ করা হয়। পর জলা বঙ্গবন্ধু পাঠাগার মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস রচিত বই উপহার দওয়া হয়। এছাড়া রায়পুর উপজলা, পর ও কলজ ছাত্রলীগর মাঝ বই বিতরণ করন তিনি।
এসময় স্ব স্ব বিদ্যালয়র প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানর সভাপতি-সাধারণ সম্পাদক, উপজলা, পের ও কলজ ছাত্রলীগর নতবদসহ যুবলীগর বিভিন ইউনিটর নতবদরা উপ¯িত ছিলন।
বায়জীদ ভূঁইয়া জানান, বাংলাদশ আওয়ামী যুবলীগর সংগ্রামী চয়ারম্যান শখ ফজল শামস পরশ স্যারর পক্ষ থক শিক্ষা প্রতিষ্ঠান বই বিতরণ করা হয়ছ। পর্যাক্রম অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও বই উপহার দওয়া হব। যাত কর শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস জানত পার।