মানব উন্নয়ন ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। ৫ ফেব্রুয়ারী শনিবার শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষ্যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় পৌরসভার (পালপাড়া) ও টামটা দঃ ইউনিয়ন এর কুলশী গ্রামে সামাজিক সংগঠন “মানব উন্নয়ন ফাউন্ডেশন ” এর প্রজেক্ট “ভিশন ১০০ ” পক্ষ থেকে হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র (কম্বল) ভিতরন করা হয়।
শাহরাস্তি পৌরসভা নিজমেহার এলাকায় পালপাড়া বসবাসকারী সনাতনী পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
এছাড়া ও টামটা দক্ষিণ ইউনিয়ন এর কুলশী গ্রামের দাস বাড়ী ও বণিক বাড়ীর সনাতনী পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় অনলাইন পত্রিকা ” দৈনিক বাংলার অধিকার ”
উক্ত শীত বস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ” মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ্যে
মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত , রকি সাহা,বিকাশ পাল, চাঁদপুর সদর এর প্রধান সমন্নয়ক পবন কুমার দেওয়ান, শাহরাস্তি উপজেলা শাখার সহ-সভাপতি ও ভিশন-১০০ প্রজেক্ট এর কো-অর্ডিনেটর
ইঞ্জিনিয়ার প্রার্থ প্রতীম সাহা, সম্মানীত সদস্য ও ভিশন-১০০ প্রজেক্ট এর কো-অর্ডিনেটর
বিমল চন্দ্র শীল, সম্মানীত সদস্য ও ভিশন-১০০ প্রজেক্ট এর সহঃ কো-অর্ডিনেটর টিটু দত্ত , সদস্য হৃদয় পাল, সম্মানীত সদস্য ও ভিশন-১০০ প্রজেক্ট এর সহঃ কো-অর্ডিনেটর আকাশ দাস, সম্মানীত সদস্য সাংবাদিক শাখাওয়াত হোসেন হৃদয়,সদস্য রাজীব শীল,সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।