ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
শ্রীনগরে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে একমাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৬০ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শ্রীনগর যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে। শ্রীনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জ আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব আব্দুল লতিফ মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিউর রহমান মামুন(উপজেলা চেয়ারম্যান,শ্রীনগর,মুন্সীগঞ্জ )মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মো. মতিয়ার রহমান
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার রহিমা আক্তার ।
শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকীর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আহম্মেদ উল্লাহ,টেকাব প্রশিক্ষক পারভেজ, শ্রীনগর উপজেলা পর্যায়ে সেরা আত্মকর্মি মার্জিয়া আক্তার লাবন্য, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক জসিম মোল্লা সহ আরও অনেকে।
, শ্রীনগর উপজেলা চত্ত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে একমাসব্যাপী ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া শেষে এ সনদপত্র প্রদান করা হয়।