গাজী মোহাম্মদ হানিফ :-
সোনাগাজী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সদস্যদের নিয়ে একদিনের অনাবাসিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
৩০ শে ডিসেম্বর বুধবার সকালে সোনাগাজী উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মোঃ ওবাইদুল হক এর সভাপতিত্ব ও সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সটি জেলা সমবায় কার্যালয় ফেনীর কর্মকর্তা ও কোর্স প্রশিক্ষক মোঃ ইকবাল হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষন কোর্স শুভ উদ্বোধন করেন – ফেনী জেলা সমবায় অফিসার মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – সোনাগাজী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন।
প্রশিক্ষনে সমবায় সমিতি গঠন ও পরিচালনার বিধিমালা, হাঁস মুরগী পশুপাখি ও গবাদিপশু পালন, দুধ ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি, বাজার স্থিতিশীল করণ, গবাদিপশু পাখির চিকিৎসা পদ্ধতি ও ঔষধের ব্যবহার, মানুষের জীবনমানের উন্নয়নে সমবায়ের ভুমিকা, সমবায়ী দের উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভুমিকা ও সমবায়ে নারীদের অংশগ্রহণ বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
সোনাগাজী উপজেলার নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।