বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও জিংক ধানের বীজ বিতরণ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

রাজশাহীতে নিজের পৈতৃক সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ২৬৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে নিজের পৈতৃক সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলন করেছে নগরীর শালবাগান এলাকার শাহ শাবাব বাপ্পা নামের এক ভুক্তভোগী।

গত ১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় তার নিজ বাসাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার সমস্যার কথা উল্লেখ করে বলেন, আমার পিতা মরহুম আঃ সামাদ, সাং- সপুরা, হোল্ডিং- ১৪৩ বেঁচে থাকতে আমাকে রাজশাহী পলিটেকনিক এর বিপরিত পাশে থাকা “শাহ সামাদ ভিলা” বাড়িসহ জমি লিখিত দলিল করে দিয়ে যায় প্রায় ৩০ বছর পুর্বে। যার মৌজা – সপুরা, দাগ নং- ৯৭০, হোল্ডিং নং- ১৪৩। কিন্তু বাড়িটি আমার প্রয়োজন না হওয়ায় উক্ত বাড়িটি আমার আত্নীয়কে থাকতে দেয়। পরবর্তীতে উক্ত বাড়িটি আমার প্রয়োজন হলে ঐ বাড়িতে থাকা আত্মীয়কে বাড়িটি ছেড়ে দিতে বলি। যা বর্তমানে বাড়িটি আমার ভোগদখলে রয়েছে। কিন্তু এই বাড়িটির আমার মৃত বড়ভাইয়ের বৌ ও তার সন্তানরা দখল নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা রকম পাইতারা করছে। এরই ধারাবাহিকতায় গত ৩ আগষ্ট ২০২০ তারিখে নগরীর চন্দ্রিমা থানায় আমার স্ত্রী উপস্থিত হয়ে একটি ছিনতায় মামলা দায়ের করে যার মামলা নং-৪৫২/২০। এরপর থেকে আমার ও আমার পরিবারকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। ঐ মামলার জের ধরে শনিবার দুপুর ১২ টার দিকে আমার বাড়িতে আমাকে মেরে ফেলে আমার বাড়ি দখলের চেষ্টায় আমার ভাতিজা শাহ মাহিদ ফয়সাল অমিত ও মোঃ সোহেলসহ অজ্ঞাত ১০-১৫ জন আসে এবং আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন অন্যথায় আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। আমি আমার নিরাপত্তার সার্থে শনিবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে ১০-১২ জন অজ্ঞাত করে একটি সাধারণ ডায়েরী করি যার নং-৯৬২/২০। এমতাবস্থায় এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে, ভুক্তভুগী শাহ শাবাব বাপ্পার নিকট সাংবাদিকরা জমির কাগজপত্র সঠিক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি বাটোয়ারা সুত্রে এই সম্পত্তির মালিক। আমি দীর্ঘদিন ধরে এই সম্পত্তির খাজনা খারিজ দিয়ে আসছি। তাই আমার সকল কাগজপত্র সঠিক রয়েছে।
তবে এবিষয়ে বিবাদী অর্থাৎ তার বড়ভাইয়ের পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা বলেন,বাদী শাহ শাবাব বাপ্পার আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমার সন্তান শাহ মাহিদ ফয়সাল অমিত আজ কয়েকদিন যাবত অসুস্থ। পরে এই বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার থানায় এ বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে এর আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!