মোঃইব্রাহিম খলিল পন্ডিতঃ সমাজেরঅবহেলিত,অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এক ঝাকঁ তরুন শিক্ষিত মেধাবি যুবদের সহযোগীতায় আত্মপ্রকাশ করে মানব উন্নয়ন ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠন। চাদঁপুর জেলা শাহরাস্তি উপজেলা খেড়িয়র(বড় ভূইয়া বাড়ি) গ্রামে বাসিন্দ হাফেজ এমরান হোসেনের পুত্র মাহমুদুল হাসান(১১) থ্যলাসেমিয়া রোগে আক্রান্ত প্রতি বারের ন্যায় রক্ত শূন্যতা দেখা ঠিক তখন সামাজিক সংগঠন ” মানব উন্নয়ন ফাউন্ডেশন ” এর মানবতার ফেরিওয়ালাদের সাথে যোগাযোগ করে। শাহরাস্তি উত্তর ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যাসায়ী পপুলার খেলা ঘরের স্বাত্তাধিকারী মো:ইব্রাহিম পাটোয়ারী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে শিশু মাহমুদ কে রক্ত দিয়ে মানবতা এখনো অাছে তা অাবারো সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাহমুদের পিতা হাফেজ এমরান হোসেন রক্তদাতা ইব্রাহিম পাটোয়ারী ও মানব উন্নয়ন ফাউন্ডেশন এর সকল সদস্যাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ ইব্রাহিম পাটোয়ারী বলে আজ আমার বড় ভাই মোঃ নূরুন নবী এর জন্ম দিন। তাই আজ আমি আমার ভাইয়ের জন্ম দিনে মাহমুদ (১১) কোমল শিশুটিকে বিনা মূল্য ২য় বারের রক্ত দান করে স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টির পাশে দাঁড়াতে পেরেছি। এই লাল ভালোবাসা দান অামার বড় ভাইয়ের জন্ম দিনে উপহার হিসাবে উৎস্বর্গ করলাম।
মোঃইব্রাহিম পাটোয়ারীর মত সমাজের সকলে এগিয়ে আসলে পৃথিবীতে অার কেহ রক্তের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে না।