স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।
খুলনার দাকোপের লাউডোব, বাজুয়া কৈলাশগঞ্জ সরকারি ডিগ্রি মহিলা কলেজ মাঠ প্রঙ্গনে আনন্দ ঘন উৎসব মুখরপরিবেশে তারুণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও সাংস্কৃতিক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।দুদিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিনে ২০ জানুয়ারি সকাল ৯ টার দিকে জাতীয় পতাকা উত্তোল করা হয়। সকাল ৯৩০ মিনিটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন এলবিকে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান সরোজিত কুমার রায়।,বিভিন্ন ইভেন্টে ক্রিড়া প্রযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরকারি এলবিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ্র চন্দ্র জোয়াদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায় ,বিশিষ্ঁ সমাজ সেবক তারাপদ প্রামান্য,বিশিষ্ঠ ব্যবসায়ী আনিসুর রহমান,উপস্হিত ছিলেন এলবিকে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মন্ডল, প্রাক্তন প্রভাষক বিকাশ চন্দ্র বাছাড়,প্রাক্তন প্রভাষক বিভূতি ভুষন সরকার সহ
গণ্যমান্য ব্যক্তি বৃন্দ।